ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে
ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে  © ফাইল ছবি

শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে পরীক্ষা শেষ হয়েছে বেলা ১২.৩০ মিনিটে। পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালযের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ  নেন।

পরীক্ষা পরিদর্শন শেষে ঢাবি ভিসি বলেন, গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে আরও সুন্দর ও সহজভাবে এ পরীক্ষা আয়োজনে ডিনরা কাজ করেছেন। সে ধারাবাহিকতায় এবারও সুষ্ঠুভাবে ঢাবিসহ অন্যান্য সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার প্রশ্ন দেখুন: 


সর্বশেষ সংবাদ