২৬ মে ২০২২, ১৩:০৮
ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

দুই দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ছাত্রদল। তখন তাদের ওপর ছাত্রলীগ হামলা করলে শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষ চলাকালীন সময়ে এক সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ছিনতাই করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত ওই সাংবাদিকের নাম আবির আহমেদ। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক (মাল্টিমিডিয়া)।
ঘটনাস্থল থেকে আবির সাংবাদিকদের জানান, হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন সময়ে তিনি লাইভে ছিলেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে তার ফোন ছিনিয়ে নেন।
এর আগে মঙ্গলবার ক্যাম্পাসে এই দুই সংগঠনের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হয়েছিল।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

কোন চাপ অনুভব করছি না: হামজা

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

ভারতের সুনীল ভালো, কিন্তু হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার: জামাল

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কাওসার আহমেদ
