সেই রাবি ছাত্রের পরিবারকে ৫ লাখ টাকা দিল বিশ্ববিদ্যালয়

হিমেলের মায়ের হাতে টাকার চেক তুলে দেওয়া হচ্ছে
হিমেলের মায়ের হাতে টাকার চেক তুলে দেওয়া হচ্ছে  © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের পরিবারকে ৫ লাখ টাকার চেক ও ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নাটোরের কাপুরিয়াপট্টিতে হিমেলের মা মনিরা আক্তারের হাতে পাঁচ লাখ টাকার চেকসহ ঈদ উপাহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, পরিবহন প্রশাসক মোকসিদুল হক, সহকারি প্রক্টর আরিফুল ইসলামসহ নিহত হিমেলের নানা খন্দকার মনির উদ্দিন আহমেদ, মামা খন্দকার আবু বক্কর মুন্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হিমেলের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয় হয়েছিল আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা হিমেলকে ফিরে পাবো না। কিন্তু তার মা ও পরিবারকে যথাসম্ভব সাহায্য করতে তো কোন সমস্যা নাই। তাছাড়া এটা আমাদের দায়িত্ব। তাই যেভাবে পারছি হিমেলের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

আরও পড়ুন: নাহিদ হত্যা: ঢাকা কলেজের ৫ ছাত্র দুদিনের রিমান্ডে

উপাচার্য আরও বলেন, ‘হিমেলের মাকে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি। আশা করছি, সেখান থেকেও ভালো একটা ফান্ড গঠন করে হিমেলের মাকে দিতে পারব। এছাড়া সেই দুর্ঘটনায় আহত ছাত্র রায়হান প্রামাণিক রিমেলকেও প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।’ 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। এই ঘটনায় আহত হন হিমেলের সহপাঠী রায়হান প্রামাণিক রিমেল।


সর্বশেষ সংবাদ