ঢাবির কোন ইউনিটে কত আবেদন পড়ল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২১ এপ্রিল বেলা ৩টার পর অনলাইনে আবেদনগ্রহণ শুরু হয়।আগামী ১০ মে পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটা পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থী টাকা জমা দিয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে ৬৪ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার শিক্ষার্থী। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২২ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছেন। আর ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ৮০০ জন। এছাড়া ‘চ’ ইউনিটে আবেদন করেছেন আড়াই হাজার শিক্ষার্থী।
এসব তথ্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থী ভর্তি আবেদনের টাকা পরিশোধ করেছেন।
এদিকে টেকনিক্যাল কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন না ভর্তিচ্ছুরা।
আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন এক ঘণ্টা বন্ধ থাকবে
এ প্রসঙ্গে অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তি আবেদন শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা আবেদন স্থগিত করিনি। তবে কিছু টেকনিক্যাল কারণে আজ এক ঘণ্টার জন্য অনলাইনে আবেদন বন্ধ থাকবে। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ৯৩০টি। এই ইউনিটে আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৬২০ জন। একটি আসনের বিপরীতে লড়বে ২০৯ জন। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৭৮৮ টি। এই ইউনিটে আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৭১৩ জন। প্রতি আসনের বিপরীতে লড়বে ১৯৫ জন ভর্তিচ্ছু।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১টি। এই ইউনিটে আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬৮০ জন। আসন প্রতি লড়বে ১১৪ জন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এই ইউনিটে আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৫২৭ জন। আসন প্রতি লড়বে ৩৮০ জন। চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩০টি আসন রয়েছে। এই অনুষদে আবেদন করতে পারবেন ১০ লাখ ৬ হাজার ১৪১ জন। আসন প্রতি লড়বেন ৭৭৪০ জন।