‘দ্বীপ’ এর নেতৃত্বে মনির-হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের মনিরুল ইসলাম সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের সুহৃদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান শাহিন কমিটি ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট কামাল, পারভেজ চৌধুরী, ওমর শরীফ, মামুনুর রশিদ, সৈয়দ আশিক, মাকসুদ রানা মিঠু, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিমসহ দ্বীপের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তরিকুল ইসলাম শরিফ (সহ-সভাপতি), গণিত বিভাগের রেদওয়ান ইসলাম হৃদয় (যুগ্ম-সাধারণ সম্পাদক), জাপানিজ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিভাগের আরিফ হোসাইন (সাংগঠনিক সম্পাদক) এবং লোক প্রশাসন বিভাগের শাহাদাত হোসেন (দপ্তর সম্পাদক)।
কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থী সংখ্যা প্রায় ২০০।