১৯ এপ্রিল ২০২২, ১৭:৫১

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ৩ স্কুলছাত্র আটক

  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা ফতেপুর গ্রামে। তারা ফতেপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র।

ভুক্তভোগী মাস্টার্সের ছাত্রী জানান, ক্যাম্পাসে হাঁটার সময় সিএনজি থেকে তাকে উদ্দেশ্য করে তিন স্কুলছাত্রসহ কয়েকজন চিৎকার করে। পরে সিএনজি থামিয়ে তারা উত্ত্যক্ত করে।

প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিটিউটের ছাত্র আমানুল্লাহ বলেন, ভুক্তভোগী আপু দক্ষিণ ক্যাম্পাসের দিক থেকে জিরো পয়েন্টে আসছিলেন। আর ছেলেগুলো একটা সিএনজিতে ওদিকে যাচ্ছিল। শিক্ষক ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে ওই আপুকে তারা উত্ত্যক্ত করে।

তিনি আরও বলেন, আমি জিরো পয়েন্টে ছিলাম। চিৎকার শুনে মোটরসাইকেল নিয়ে তাদেরকে তাড়া করি। বাকি চার জন পালিয়ে গেলেও আমি দুই জনকে ধরতে সক্ষম হই। পরে তাদের একজন আত্মসমর্পণ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগী ছাত্রীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন জনকে হাটহাজারী থানায় পাঠানো হবে। এ ঘটনায় আরও তিনজন জড়িত ছিল। তাদেরকে আটক করতে অভিযান পরিচালনা করা হবে।