১৫ এপ্রিল ২০২২, ১৯:৪৩
স্থানীয়দের হেনস্তার প্রতিবাদে উপাচার্য ভবনের সামনে চবি শিক্ষার্থীদের অবস্থান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের বারে বারে গায়ে তোলার প্রতিবাদে এবং চক্রাকার বাস চালুর দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন শুরু হয়। এখনও প্রায় দু-তিনশত শিক্ষার্থী সেখানে অবস্থান করছে।
আন্দোলনরত শিক্ষার্থীচরা জানায়, আমাদের প্রধান দাবি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাতে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়। বার বার স্থানীয় এবং চালকদের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছে।
তারা আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার আশ্বাস দিলেও কার্যত কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। তাই আমাদের দাবি-দাওয়া আদায়ের প্রেক্ষিতে আমরা মানববন্ধন করছি।