ঢাবি ক্যাম্পাস উদার, মানবিক ও বৈচিত্র্যময় সংস্কৃতির লালন কেন্দ্র: ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের সর্বদা সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদার, মানবিক ও বৈচিত্র্যময় সংস্কৃতির লালন ও চর্চা কেন্দ্র। এখানে নানা মত ও দর্শনের মানুষের মিথস্ক্রিয়া ঘটে।
আজ বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ ও বিভিন্ন ইনিস্টিটিউটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিবার-পরিজনের সাথে সংযুক্ত থাকার জন্য নবাগত শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, যে মানুষ তার পরিবার-পরিজন ও শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল থাকে সে কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না, পথ হারায় না। শিল্পকলা, উদ্ভাবনী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি পোষন করে শিক্ষার্থীরা সৎ, আত্মপ্রত্যয়ী, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, সমবেত সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।