২২ মার্চ ২০২২, ২১:১৪

চবিতে মাসব্যাপী বিতর্ক কর্মশালার উদ্বোধন

বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধন  © টিডিসি ফটো

‘‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের (সিইউএসডি) ১২তম থিমেটিক বিতর্ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের মার্কেটিং বিভাগে বেলা ২টায় কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করা হয়।

বিতর্ক কর্মশালার উদ্বোধন শেষে চবি অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, সমাজে যুক্তবাদী, সততা ও নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে উঠার জন্য বিতর্কচর্চার ভূমিকা অনেক।

অধ্যাপক হানিফ সিদ্দিকী বলেন, বিতর্কের সাথে দক্ষতা ও সততা জড়িত। এছাড়াও তিনি বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন।

আরও পড়ুন: পদের রাজনীতিতে ভাগ্যবান ওরা

অনুষ্ঠানে সিইউএসডির সভাপতি নাজমুল হাসান তুষার বলেন, সিইউএসডি বিশ্বাস করে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নিজেকে একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ রাখার জায়গা নয়, নিজেকে বিকশিত করার জায়গা, ছড়িয়ে দেয়ার জায়গা। এগুলোর জন্যে বিতর্কচর্চা একটি অন্যতম মঞ্চ। তাই বিতর্ক চর্চাকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই মাসব্যাপী সিইউএসডির এই বিতর্ক কর্মশালার আয়োজন।

বিতার্কিক মৌটুসী রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হানিফ সিদ্দিকী, মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হাসান, যোগোযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী আর রাজী ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিইউএসডির সভাপতি নাজমুল হাসান তুষার, সাধারন সম্পাদক ফারহানা যুঁথী সহ সিইউএসডির বিতার্কিকরা।