রাবিতে ফিলোসোফি প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিলোসোফি প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে সমাপনি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক মজিবার রহমান, একরাম হোসেন, জাহিদুল ইসলাম ও রোকনুজ্জমান উপস্থিত ছিলেন।
পুরুস্কার প্রদানকালে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা আক্তার বলেন, আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। সবার মধ্যেই আন্তরিক সম্পর্ক ছিল। খেলায় জয়-পরাজয় থাকবে। তবে সবার একাগ্রতার ফলে খেলাগুলোতে উৎসবমূখর পরিবেশ ছিল। সবাই ভালো খেলেছে। সব মিলিয়ে খেলাটা উপভোগ্য ছিল। এমন খেলাধুলার মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সীমান্তে রক্তপাত-গুলির শব্দ শুনতে চাই না: রাবি উপাচার্য
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় দর্শন বিভাগের ৬৩তম এবং ৬৬তম শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ১৪ ওভারের এই ফাইনাল খেলায় মাঠে নেমে প্রথমার্ধে ১২৭ রানের টার্গেট দেয় ৬৩তম শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। লক্ষ্য জয়ের টার্গেটে নেমে ৯৩ রানে অলআউট হয় ৬৬তম শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ফলে ৩৪ রানের ব্যবধানে ৬৬তম শিক্ষাবর্ষকে হারিয়ে বিজয় ট্রফি তুলে নেয় ৬৩তম শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এ প্রিমিয়ার লীগে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন ৬৩তম শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনজুরুল ইসলাম বিপ্লব। এছাড়া এ লীগের সর্বোচ্চ রান করেন ৬৬তম শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশানুর রহমান আকাশ।
উল্লেখ্য, ১৬ মার্চে শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশ নেয় প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, নিউ মাস্টার্স ও ওল্ড মাস্টার্সের শিক্ষার্থীরা।