২২ মার্চ ২০২২, ১৪:০৬

মা-বাবার প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকতে হবে: ঢাবি উপাচার্য

মা-বাবার প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকতে হবে: ঢাবি উপাচার্য
  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পিতা-মাতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, নিজের শিকড়কে কেউ যেন ভুলে না যায়।

আজ মঙ্গলবার (২২ মার্চ) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপাচার্য বলেন, মেধা ও মননের বহিঃপ্রকাশ ঘটিয়ে দেশের সেরা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। হতাশা, বিষন্নতা বা অসচ্ছলতার কারণে শিক্ষার্থীদের এই মেধা যেন বিনষ্ট না হয়। সব ধরণের প্রতিকূলতা মোকাবেলা করে শিক্ষার্থীদের সৎ, আত্মপ্রত্যয়ী, দেশপ্রেমিক, উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে পরমতসহিষ্ণু ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।