ছাগল চোর সন্দেহে রাবি ছাত্র আটক
ছাগল চোর সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে থাকা স্থানীয় মো. সাগর নামের আরও একজনকেও আটক করা হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুর ১২ টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রুয়েট গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
মতিহার থানা পুলিশ জানিয়েছে, ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক মোসাঃ শাহেরা বানু ও তার স্বামী মো. বাদশা মিয়া ও তাদের লোকজন এসে সন্দেহজনক চোর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে আটক করে।
আরও পড়ুন: রাবি ক্যাম্পাস থেকে মাটি চুরি, ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজেকে সিটিএসবির গোয়েন্দা পুলিশ পরিচয় দিতে থাকলে সিটিএসবির লোকজন সেখানে উপস্থিত হয়ে তার পরিচয় নিশ্চিত করেন। পরে খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এর আগেও একাধিকবার চুরির ঘটনায় গণমাধ্যমের খবরের শিরোনাম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গেল বছর এপ্রিলে রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের মাটি চুরির ঘটনা ঘটে। চুরির সময় ট্রাক্টর উল্টে এক যুবকের মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয় পুকুর খনন প্রকল্পে গাড়ির হিসাব সংরক্ষণের দায়িত্বে ছিলেন।