১৫ মার্চ ২০২২, ১৭:২০

ঢাবির জগন্নাথ হলের ৫ তলা থেকে পড়ে ছাত্র আহত

  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ৫ তলা থেকে নিচে পড়ে এক ছাত্র আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আহত অনিমেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ।

হলের প্রাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষার্থী বলছেন, অনিমেষ সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গেছেন। তবে জগন্নাথ হলের ছাত্রদের কেউ কেউ বলছেন, অনিমেষ হলের পঞ্চম তলা থেকে লাফ দিয়েছেন।

অনিমেষ বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে চতুর্থ বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে। অন্য ছাত্ররা হল প্রশাসনের সহযোগিতায় অনিমেষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হলের প্রাধ্যক্ষ অদ্যাপক মিহির লাল সাহা বলেন, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের কার্নিশে বসে ছিল অনিমেষ। সে অবস্থায় নিচে পড়ে গেছে। এখন সে ভালো আছে। মাথায় আঘাত লাগেনি, স্পাইনাল কর্ডেও (মেরুদণ্ড) সমস্যা হয়নি। সে সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশা করি।