ঢাবিতে হিমু পরিবহনের আত্মরক্ষামূলক কর্মশালা
ঢাকা বিশ্ববিদ্যালয় হিমু পরিবহন এর উদ্যোগে ‘আমি অদম্য, আমি নির্ভয়’ শীর্ষক একটি আত্মরক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ইনডোর গেমসরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় জুডো ও কারাতে ফেডারেশনের প্রশিক্ষক শামীমা আক্তার তুলি, জসীমউদ্দীন এবং তাদের দল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং আত্মরক্ষার প্রাথমিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করে। কর্মশালায় অংশগ্রহনকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।
কর্মশালা শেষে ‘নারী দিবস’ উপলক্ষে ৬ জন নারীকে তাদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের জন্য নারী সম্মাননা দেওয়া হয়।এসব সম্মাননা ছয়টি আলাদা আলাদা বিভাগে দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- ক্রীড়াঙ্গনে শিরিন সুলতানা, তরুণ সংগঠক হিসেবে রাফিয়া মাহজাবিন, তরুণ নেতা হিসেবে বেনজীর হোসেন নিশি, তরুণ সাংস্কৃতিক সামিয়াজ জাহান, তরুণ সংগঠক হিসেবে শমী হাসান চৌধুরী, লেখক হিসেবে সুরমা জাহিদ।
আরও পড়ুন: শৌচাগার সংকট, কম পানি খেয়ে ক্লাসে আসেন অনেক ছাত্রী
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় হিমু পরিবহনের সভাপতি নাদিয়া মোমেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নব খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিমু পরিবহণের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুষার চৌধুরী, জাতীয় ক্রীড়াবিদ শিরীন সুলতানা, অন্বেষা প্রকাশনের কর্ণধার শাহাদাত হোসেন, হিমু পরিবহনের উপদেষ্টা নজীর আহমেদ সীমাব, ‘অ্যাওয়ারনেস থ্রিসিক্সটি’ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা শমী হাসান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয় হিমু পরিবহন মূলত ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। এটি ক্যাম্পাসে তরুণদের মাঝে ক্যান্সার সচেতনতা, জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) , সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে।