ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাবি ছাত্র জাহিদ, বাঁচাতে আকুতি পরিবারের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন সায়াহ্নে দাঁড়িয়ে এ তরুণ।
স্বজন ও সহপাঠীদের সূত্রে জানা যায়, জাহিদের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। এমআইএস বিভাগে ৯ম ব্যাচের ছাত্র তিনি। ৬ মাস আগে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। ইতোমধ্যে তার চিকিৎসা বাবদ প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। এখন তার সর্বশেষ বাঁচার উপায় Bone Marrow Transplant। এর জন্য প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত পরিবার। এখন বাকি খরচ তার পরিবারের পক্ষে বহন করা আর সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
এ বিষয়ে জাহিদের স্ত্রী রামিসা তাসনিম বলেন, “উনি গত দুই মাস ভালই ছিলেন। তবে কিছুদিন ধরে ওর স্বাস্থ্যের আরেকটু অবনতি হয়েছে। এজন্য ডাক্তারের কাছে আমরা গেলে কেমোথেরাপি দিয়ে ট্রান্সপ্ল্যান্টের জন্য পরামর্শ দিয়েছেন। এখন কেমোথেরাপি চলছে। তবে আমরা ট্রান্সপ্ল্যান্টের দিকে এগোতে চাচ্ছি। এজন্য সব মিলিয়ে আনুষঙ্গিক খরচসহ প্রায় ৪০ লাখের মত টাকা দরকার। এত বড় অংকের খরচ আসলে আমাদের পরিবার থেকে বহন করা সম্ভব হচ্ছে না।”
এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিতে জাহিদের পরিবার সকলের একান্ত সহযোগিতা চেয়েছেন। কেউ এই মানবিক কাজে অংশ নিতে চাইলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াতে পারেন।
আরও পড়ুন: সংগ্রামী নারীদের অনুপ্রেরণা ঢাবির সাবেক শিক্ষিকা রুমানা
যোগাযোগ ও সাহায্য পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার/বিবরণ এবং মোবাইল ব্যাংকিং নাম্বার দেয়া হল-
যোগাযোগ:
নাম: রামিসা তাসনিম
মোবাইল নং: 01995516933
ব্যাংকের নাম: ব্র্যাক ব্যাংক
একাউন্টঃ Jahedul Islam
একাউন্ট নাম্বার: 1530103916297001
Uttara SME Branch
Routing Number: 060264631
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক
একাউন্টঃ Jahedul Islam
একাউন্ট নাম্বারঃ 015812200009781
Uttara Branch
মোবাইল ব্যাংকিং:
Bkash-01919162953(Personal)
Bkash-01995516933(personal)
Nagad-01919162953(Personal)