নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার রাবি ছাত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থীকে গভীর রাতে মারধর করে রুম থেকে বের করে দেয়ার ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফারজানা খাতুন।
শনিবার (০৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূরের কাছে এ অভিযোগ পত্র জমা দেন তিনি। ভুক্তভোগী এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
লিখিত অভিযোগে ফারজানা খাতুন উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১০টায় হলে ফ্লোর মিটিং শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণে সভা থেকে চলে যেতে চাইলে তারা আমাকে জোর করে আটকে রাখে। পরে অচেতন হয়ে পড়লে আমার কয়েকজন বন্ধু মিলে আমাকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গেলে আমার রুমমেট জান্নাতুল সূচনা আমার বিরুদ্ধে ঘুমের ওষুধ খাওয়ার মিথ্যা অভিযোগ তোলে।
আরও পড়ুন: নির্যাতন করে রাবির হলে থেকে এক ছাত্রীকে বের করে দিলেন ৬ শিক্ষার্থী
পরবর্তীতে রাত ১টার দিকে রুমের লাইট বন্ধ করতে বললে রুমমেট ফ্লোরের সবাইকে ডেকে নিয়ে আসেন এবং সবাই মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে মেফতাহুল জান্নাত মনিকা, আসমা বিনতি, স্মৃতি ও মনিশা মিলে মারধর করে। ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত তথ্য ঘাটাঘাটি করে।
এতে আরও বলা হয়েছে, তারা কয়েক ঘণ্টা ধরে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে রাত ৪টার দিকে রুম থেকে বের করে দেয়। এছাড়া আমাকে রুমে না আসার হুমকি দেয়। এমতাবস্থায় চরমভাবে নিরাপত্তাহীনতায় ভোগায় বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন ভুক্তভোগী এ শিক্ষার্থী।
এর আগে, গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের এক আবাসিক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ভোর ৪টায় রুম থেকে বের করে দেয়ার ঘটনা ঘটে।