২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২০

চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে নবীনবরণ

চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে নবীনবরণ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী নবীন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ইতিবাচক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, অনিশ্চিত দেশে ফেরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির, অধ্যাপক ড. আনোয়ারা বেগম, অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটোয়ারী, মো. সফিকুল ইসলাম।

সহকারী অধ্যাপক উম্মে হাবিবার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো. জহিরুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন মিঝি, মো. আলম চৌধুরী, আক্কাছ আহমদ, এ. জি. এম. নিয়াজ উদ্দিন এবং সহকারী অধ্যাপক মুহাম্মদ ইসহাক সহ প্রমুখ শিক্ষকবৃন্দ তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সচেতনতামূলক উপদেশ এবং পরামর্শ প্রদান করেন।

নবীন শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী হতে পেরে আমি খুবই খুশি। জ্ঞানের একটি বৃহৎ শাখা এটি। আশা করি লক্ষ্যে পৌছাতে যথা সময়ে সম্মানিত শিক্ষকমন্ডলী আমাদের শিক্ষাবর্ষ শেষ করতে সহায়তা করবেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।