১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪০

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

করোনার কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনার প্রকোপ বাড়ায় ২০ জানুয়ারি থেকে এই বন্ধ চলছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেয়া হয়নি। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, সংক্রমণ কমে আসতে শুরু করেছে। তাই আশা করি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে তার আপত্তি নেই।

আরও পড়ুন- গুচ্ছ ভর্তি পরীক্ষার সংকট যেখানে 

এদিকে ১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফল ঘোষণা করে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ ফেব্রুয়ারি সশরীরে ক্লাস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। 

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাঘাত ঘটেছে তাদের। একই সঙ্গে সেশনজটে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শুরু থেকেই ভালোভাবে নেয়নি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, সব কিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো প্রয়োজন ছিলো না। অফিস খোলা রাখা হয়েছে, বাণিজ্যমেলা হয়েছে ও বইমেলা চলছে। করোনা কী শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন সংক্রমণ কমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় সংক্রমণের হার ছিলো ২৬ শতাংশ। সেটি বর্তমানে ১৩ দশমিক ৫৩ শতাংশ।