কর্ণাটকের আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সংহতি
ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীর বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে কর্ণাটকের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তাদের সংহতি জানান, 'ধর্মের নামে বাড়াবাড়ি,আমরা যেনো না করি', 'মুসলিমদের অনুভূতিতে আঘাত বন্ধ হোক', 'হিজাব আমাদের পরিচয়, হিজাব আমাদের গর্ব', 'হিজাবে হাত দিওনা, হিজাব আমার অধিকার'।
আরও পড়ুন: নোবিপ্রবির সাবেক ভিসির দুর্নীতি তদন্তে দুদকের চিঠি
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুমাইয়া নামের এক ছাত্রী বলেন, একজন মুসলিম হিসেবে হিজাব আমাদের পছন্দ না এটি আল্লাহর দেওয়া ফরজ বিধান। হিজাবের জন্য ক্যাম্পাসসহ বিশ্বে মুসলিম নারীদেরকে যে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদ করা আমাদের অধিকার। হিজাব কখনো মেধা ও জ্ঞানের বাধাঁ সৃষ্টি করে না বরং মেধাকে বিকশিত করে। আমরা হিজাবের মাধ্যমে বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরতে পারবো।
সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সোহেবুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বে যারা মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী আছে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে।মুসলিমদের ধর্মীয় পরিচয়বহনকারী তারমধ্যে হিজাব,দাড়ি, টুপি এই পোশাকের জন্য তাদেরকে যেন কটাক্ষ না করা হয়। এমনকি ক্যাম্পাসের শিক্ষকরা পর্যন্ত টুপি,পাঞ্জাবি, হিজাব পরহিত শিক্ষার্থীদেরকে ক্লাসের মধ্যে আলাদাভাবে আচরণ করে, যদিও তারাও তথা কথিত মুসলিম। আমাদের দাবি হলো সকল ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে।
ফিন্যান্স বিভাগের মাস্টার্সের ফারদিন অন্তর নামের এক শিক্ষার্থী বলেন, 'ভারতের কর্নাটকে আমাদের এক বোনকে হিজাব পড়ে কলেজে যেতে তার উপর বৈরি আচরণ হয়ে তার তীব্র নিন্দা জানাই। ভারতের হাইকোর্টে হিজাব যেন নিষিদ্ধ না হয় তার জন্য একাত্মতা পোষণ করতেই আমরা একসাথে সমবেত হয়েছি। মেয়েটার যে হুংকার তা বুঝিয়ে দিয়েছে মুসলমানরা কতটা একতাবদ্ধ।কারো ধর্মে বা কারো মতবাদে বাধা সৃষ্টি না করে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করা উচিত'।
আরও পড়ুন: ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রে
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভারতের কর্ণাটকের একটি মান্ডিয়ার কলেজে বিবি মুসকান খান নামে এক মুসলিম ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে প্রতিবাদ করার ভিডিও ভাইরাল হয়েছে। মুসকান এখন আলোচনায়।
ভিডিওতে দেখা যায়, মুসকান একটি স্কুটিতে চালিয়ে কলেজে প্রবেশ করেন। তাকে প্রবেশ করতে দেখে গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। একটা পর্যায়ে তাদের স্লোগানের জবাবে মুসকান আল্লাহু আকবার বলে স্লোগান দেন। যদিও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি ঘোলাটে হয়নি। শিক্ষকরা নিরাপদে ওই ছাত্রীকে অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজ ভবনে প্রবেশের সুযোগ করে দেন।