শিক্ষার্থীদের দাবি অফিসিয়ালি জানাতে অনুরোধ রাবি প্রক্টরের (ভিডিও)
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩ AM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়ার দাবি করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টায় বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি শুরু করেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে, সিলেকশন পদ্ধতি বাতিল চাই, বঙ্গবন্ধুর বাংলায়, দ্বিতীয়বার সুযোগ চাই’- স্লোগান দিতে থাকেন।
এদিকে, তাদের এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক এসে তাদের দাবি অফিসিয়ালি জানাতে অনুরোধ করেন। এসময় আন্দোলনকারীরা দ্বিতীয়বার ভর্তি সুযোগ চেয়ে নানান স্লোগান দিতে থাকেন এবং ভিসি না আসা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এসময় কর্মসূচিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী সংগ্রাম হোসেন বলেন, আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বরাবরের মতো আজকেও এখানে দাঁড়িয়েছি। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি বাতিল করে আবার দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেয়া হোক।
বিশ্ববিদ্যালয়গুলো জনগণের টেক্সের টাকায় চলে, অথচ আমরা এখানে বৈষম্যের শিকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা আমাদের দাবি আদায়ে আজকেও মাঠে নেমেছি বলে জানান এ শিক্ষার্থী।