০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫

রাবিতে রাতভর বিক্ষোভ, জানাজার জন্য মরদেহ ক্যাম্পাসে

উত্তাল রাবি ক্যাম্পাস  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের সামনে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাতভর বিক্ষোভ করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহার করার মৌখিক প্রতিশ্রুতি দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এদিকে, আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে জানাজার জন্য নিহত ছাত্র মাহবুব হাবিব হিমেলের মরদেহ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে তার মরদেহ প্রথমে চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সোয়া ১০টার দিকে জানাজার জন্য তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়।

এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটানাস্থলে মারা যান বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হিমেল। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার সহপাঠী রায়হান প্রামানিকসহ দুইজন আহত হয়েছেন।

আহত মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী রায়হান প্রামাণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আজ সকালে বিভাগের সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক বলেন, রায়হানের ডান পায়ের গোড়ালির কাছে সেলাই করা হয়েছে। সে শঙ্কামুক্ত আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।