০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৯

উত্তাল রাবি ক্যাম্পাস, আগুন-সড়ক অবরোধ

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আগুন  © টিডিসি ফটো

ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার উত্তাল ক্যাম্পাস। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এসময় ঘাতক ট্রাকসহ বেশকয়েকটি গাড়িতে তারা আগুন দেন।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা ওই ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। এ ঘটনার পরপরই মঙ্গলবার রাত ৯টার দিকে ওই ট্রাকসহ ক্যাম্পাসে থাকা ৫টি ট্রাকে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করেছেন। রাত ১০টার দিকে তারা সেখানে থেকে সরে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

নিহত ওই ছাত্র চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। তিনি থাকতেন শহীদ শামসুজ্জোহা হলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নই। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুঃখ প্রকাশ করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীদের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো বলে সকল শিক্ষার্থীকে শান্ত হওয়ার আহ্বান জানান।