করোনায় আক্রান্ত বন্ধু, পরীক্ষায় অংশ নিলেন না ১৩৪ জন
করোনায় আক্রান্ত হয়েছেন বন্ধু। আরো বেশ কয়েকজন জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত। পরীক্ষায় অংশ নিতে পারছেন না তারা। বন্ধুদের এমন অবস্থায় বাকীরাও পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নেন। পরীক্ষা কমিটির কাছে পরীক্ষা স্থগিতের দাবিও জানানো হয়। তারপরও পরীক্ষা নিয়েছে বিভাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের একটি পরীক্ষায় এমন ঘটনা ঘটেছে।
গতকাল বেলায় ১১টায় পরিবেশ অর্থনীতি বিষয়ে ৪০৫ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। ১৩৪ জন অংশ না নিলেও পরীক্ষা দিয়েছেন মাত্র ১৬ জন। ওই বর্ষে শিক্ষার্থী ছিলেন ১৫০ জনের মতো। পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে এ পরীক্ষাটি মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো দিন নেওয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন- উপাচার্যের পদত্যাগের দাবি অযৌক্তিক: শিক্ষা উপমন্ত্রী
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, এটা আমাদের ফাইনাল পরীক্ষা। সহপাঠীদের এমন অসুস্থ অবস্থায় আমরা তাদের কথা চিন্তা করে স্যারদের কাছে বারবার অনুরোধ করেছি পরীক্ষাটি পেছানোর জন্য। বাকি পরীক্ষাগুলো আমরা পেছাতে বলিনি। বিভাগ থেকে বলা হয়েছিলো যারা অসুস্থ আছে তারা যেন সবাই ভিন্ন ভিন্ন আবেদন স্যারের কাছে মেইল করেন। সেখানে অন্তত ৪০ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেছে। অথচ এরপরও কর্তৃপক্ষ পরীক্ষাটি নিয়েছে।
এ বিষয়ে চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন বলেন, ৪০ জনের মতো শিক্ষার্থী অসুস্থতার কথা বলে পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। আরও ১১০ জন শিক্ষার্থী মতামত জানাননি। এ কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর পর মাত্র ১৬ শিক্ষার্থী অংশ নেন। আগামীকাল বিভাগের একটি সভা রয়েছে। বাকী শিক্ষার্থীদের কীভাবে পরীক্ষা নেয়া যায় সেবিষয়ে আলোচনা হবে সভায়।
আরও পড়ুন- ওমিক্রন আতঙ্কে একদিনেই স্থগিত ৪ নিয়োগ পরীক্ষা
এর আগে, করোনা সংক্রমণ বাড়ায় সরকারি সিদ্ধান্ত মেনে সশরীরে ক্লাস স্থগিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে সেশনজট কমাতে সশরীরে পরীক্ষাগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয়টি।