রাত ৮টায় নির্ধারিত ছাত্রলীগের কর্মী সভা শুরু হলো মধ্যরাতে

জহুরুল হক হলের কর্মী সভা
জহুরুল হক হলের কর্মী সভা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রকীগের হল সম্মেলনের আগে প্রতিটি হলে কর্মী সভা করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আজ রবিবার জহুরুল হক হলের কর্মী সভা ছিল। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী রাত ৮টায় সভা শুরু হওয়ার কথা থাকলে তা রাত ১২টার দিকে শুরু হয়। এতে ওই হলের সাধারণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, জহুরুল হক হলের কর্মী সভা রাত ৮টায় শুরুর কথা থাকলেও ওই সময় আরেকটি হলের কর্মী সভা চলছিল। এর ফলে জহুরুল হক হলের সাধারণ কর্মীদের গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। 

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও কোনো প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই এসব সভা অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছেন।

আরও পড়ুন: স্নাতকের শেষ ক্লাসে কয়েদির পোশাকে কুয়েট শিক্ষার্থীরা

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক পদ প্রত্যাশী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের হলের কর্মী সভা রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা দেরিতে আসায় তা রাত ১২টার পর শুরু হয়। নেতাদের অবহেলার কারণে আমাদের শত শত কর্মীদের  এত রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এটা আসলে আমাদের জন্য বিব্রতকর। তারা আসতে পারবেন না সেটা আমাদের বলে দিলেই পারতো। অহেতুক এত রাত পর্যন্ত সবার ভোগান্তি পোহাতে হলো।

এদিকে সভা শুরু করতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্য নেতারা রাত সাড়ে ১১টায় হলে প্রবেশ করলেও সভা শুরু করতে পারেনি। তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্য অপেক্ষা করতে থাকেন। পরে রাত ১২টার একটু আগে জয় সভাস্থলে আসলে সভা শুরু হয়।


সর্বশেষ সংবাদ