রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকছে। তবে আবাসিক হলগুলো খোলা রেখে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৪ দিনের ছুটির সিদ্ধান্ত জানালে জরুরি এক বৈঠক এসব সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বৈঠক শেষে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, করোনার বিরূপ পরিস্থিতির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিনের ছুটির সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার পাশাপাশি আবাসিক হলগুলো খোলা থাকবে।
আরও পড়ুন: পরীক্ষা শুরুর প্রথম মিনিটেই কেন্দ্র থেকে প্রশ্নপত্র নেন কর্মচারী
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জরুরি কার্যক্রম ছুটির দিন ব্যতীত ৯টা থেকে ২টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া পরীক্ষা কার্যক্রমের বিষয়টি স্ব স্ব বিভাগ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার সকালে দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: আগামী দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসছে। এটা আশঙ্কাজনক।
মন্ত্রী বলেন, এমন অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী দুই সপ্তাহ আমরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।