২১ জানুয়ারি ২০২২, ১৭:২৬

জাবির সশরীরে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সশরীরে পরীক্ষা চালু থাকবে কি না তা নিয়ে আজ সন্ধ্যায় প্রশাসনিক বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২১ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের বরাত দিয়ে তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ আছে। শুধু সশরীরে পরীক্ষা চালু রয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের আজকের নির্দেশনার প্রেক্ষিতে সশরীরে পরীক্ষা চালু থাকবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় প্রশাসনিক সভা আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবির পরীক্ষা চলবে, হল থাকবে খোলা

তবে এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নিয়ে জাবি ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে হল বন্ধ করার ব্যাপারে বলেন, আমরা এখনই হল বন্ধ করার কথা ভাবছি না। তবে সংক্রমণের হার খুব বেশি বেড়ে গেলে পড়ে দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থীরা সঠিক তথ্য না জানানোয়, ঠিকমত টেস্ট না করায় বাস্তব পরিস্থিতি জানা ও সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াও সম্ভব হচ্ছে না। এ নিয়ে প্রয়োজনে হল প্রভোস্টদের সাথে আলোচনা করা হবে।