অধ্যাপক সাঈদা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান ঢাবি উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৩:২৬ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২২, ০৩:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাঈদা গাফফারের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক সাঈদা গাফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। এক শোক বার্তায় উপাচার্য বলেন, এমন ঘটনা ন্যাক্কারজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।
আরও পড়ুন: ৪৩তম বিসিএসের ফল চলতি সপ্তাহে
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, দুইদিন নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর থানার পাইনশাইল এলাকার শিক্ষক আবাসন প্রকল্পের ঝোপের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মেধাতালিকা প্রকাশের সময় নিয়ে যা জানা গেল
লাশ উদ্ধারের আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঘটনার সাথে জড়িত সন্দেহে গাইবান্ধা থেকে মো. আনোয়ারুল নামে এক রাজমিস্ত্রীকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত অধ্যাপকের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে আনোয়ারুল তাকে শ্বাসরোধ করে হত্যা করে।