জাবিতে কোটায় শিক্ষার্থী ভর্তির সাক্ষাৎকার ১৮ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮ জানুয়ারি অনিুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট হলে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার আগামী ১৮ জানুয়ারি তারিখ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট হলে গ্রহণ করা হবে। নিম্নে প্রদত্ত রোল নম্বরধারীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে উপস্থিত থাকতে বলা হচ্ছে।

“সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে গোষ্ঠী উল্লেখসহ প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সকল সনদপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।”


সর্বশেষ সংবাদ