রাবির জনসংযোগ দপ্তরে যোগ দিলেন ড. প্রদীপ পাণ্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে কর্মে যোগদান করলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে নবনিযুক্ত প্রশাসকের নিকট এ দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক ড. আজিজুর রহমান।
এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক এবং জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৪ ও ১৯৯৫ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ২০০০ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন তিনি।
আরো পড়ুনঃ ১৫ জানুয়ারির মধ্যে টিকার তথ্য দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
২০০৬ সালে তিনি নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন এবং ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্বের প্রায় ১৫টি দেশে বিভিন্ন সেমিনার, সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। দেশ-বিদেশে তাঁর প্রায় অর্ধ-শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটসহ ইউনিসেফ, ইউএনডিপি, এশিয়া ফাউণ্ডেশন, আর্টিকেল নাইনটিনের রিসোর্স পারসন ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
অধ্যাপক পাণ্ডে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২১ সাল থেকে অদ্যবধি রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বিদায়ী প্রশাসক ড. মো. আজিজুর রহমান যুক্তরাজ্যের লিভারপুল স্কুল অব ট্রফিক্যাল মেডিসিন-এ ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করতে যাচ্ছেন।