ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে সমাবেশ আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আবারও সমাবেশের ডাক দিয়েছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার (১২ জানুয়ারি) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাবিতে সেকেন্ড টাইমের দাবিতে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সারাদেশ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এখান থেকেই তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি অনেকটাই ফিকে হয়ে গেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বক্তব্যের পর। তবুও তারা শেষ পর্যন্ত দেখতে চান। বুধবারের সমাবেশে শিক্ষার্থী উপস্থিতি বেশি হলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি দেবেন তারা।
আরও পড়ুন- দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে বললেন গুচ্ছের দুই ভিসি
এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ সমাবেশ করেন শিক্ষার্থীরা। ওই সমাবেশ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও শিক্ষার্থীরা সমাবেশে যোগ দিয়েছিলেন।
সমাবেশে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো জনগনের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। তাহলে কর্তৃপক্ষ আমাদের দাবি কেন মানবে না। ‘শিক্ষার্থীরা যতবার চাইবে ততবার তাদের ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে।’
আরও পড়ুন- গুচ্ছের ৫ বিশ্ববিদ্যালয়ে খালি পাঁচ হাজার দুইশত আসন
প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। পরে ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক আদালতে রিটও করেছিলেন।