জাবিতে মুক্তিযোদ্ধা কোটার ভর্তি সাক্ষাৎকার স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৯ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুয়েট ক্যাম্পাস
তিনি জানিয়েছেন , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই করোনায় আক্রান্ত। বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনের মাধ্যমে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলাপচারিতায় পরবর্তী সময়সূচির ব্যাপারে আবু হাসান বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ওমিক্রনে আক্রান্তরা সুস্থ আছেন: স্বাস্থ্য অধিদপ্তর
উল্লেখ্য, গত বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। আগামী ১১ ও ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটাধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।