ঢাবিতে ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
গণিতের প্রতি আগ্রহ, জনপ্রিয়তা সৃষ্টি, গণিত ভীতি দূর করা ও গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে বাংলাদেশ গণিত সমিতির আয়োজনে ১২তম জাতীয় গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে সকাল সাড়ে ৯টায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দস ছামাদ ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি জনাব এম নুরুল আলম। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সম্পাদক অধ্যাপক ড. মো: মনিরুল আলম সরকার।
আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ
চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ দশ বিজয়ী প্রত্যেককে, সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে দশ হাজার টাকা এবং বাংলাদেশ গণিত সমিতির সৌজন্যে শ্রেষ্ঠ তিন জনকে পাঁচ হাজার টাকা আর্থিক পুরষ্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র্যালী ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: ৩০০ বছর ধরে জ্ঞানচর্চায় যে মাদ্রাসা ভূমিকা রাখছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। শিক্ষার্থীদের মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, গণিত হচ্ছে সকল বিজ্ঞানের ভাষা। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গণিতের উৎকর্ষতা সাধনের নিমিত্তে বাংলাদেশ গণিত সমিতি ২০০৯ সাল থেকে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে। দেশের ৮টি অঞ্চল থেকে নির্বাচিত মোট ৮০জন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।