ছিনতাই ঠেকাতে গাড়িতে ‘বিশেষ স্টিকার’ ব্যবহারের নির্দেশনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত ও ছিনতাইকারী ঠেকাতে সংশ্লিষ্টদের পরিবহনে বিশেষ স্টিকার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্টিকারে প্রক্টরের সই রয়েছে। সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্দেশনার পরও ব্যক্তিগত পরিবহনে বিশেষ স্টিকার ব্যবহার করছেন না শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
জানা যায়, ক্যাম্পাসে গত এক সপ্তাহে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালেয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে ছিনতাইয়ের শিকার হন তাছনিমা নামের এক শিক্ষার্থী।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ওমিক্রন, ফের বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
ক্যাম্পাসে বহিরাগত ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের সব গাড়ি বিশেষ স্টিকারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী। প্রক্টর বলেন, বহিরাগতদের অবাধ প্রবেশের কারণেই বারবার ছিনতাইয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বেশিরভাগ ছিনতাইয়ের ক্ষেত্রে দেখা গেছে, ছিনতাই করে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলে পালিয়ে যান ছিনতাইকারীরা। বহিরাগত বাইকারদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রক্টর স্বাক্ষরিত বিশেষ স্টিকার ব্যবহারের জন্য বলা হয়েছে। মাত্র ৪০ টাকায় প্রক্টর কার্যালয় থেকে স্টিকার সংগ্রহ করা যাবে বলেও জানান প্রক্টর।
আরও পড়ুন: দিল্লির লাল কেল্লা’র মালিকানা দাবি করছেন ভারতীয় এক নারী
তিনি আরও বলেন, সিল সংগ্রহকারীকে অবশ্যই তাদের আইডি কার্ড ও গাড়ির বৈধ কাগজপত্র দেখিয়ে সিল সংগ্রহ করতে হবে। সিলে প্রত্যেকের জন্য স্বতন্ত্র নম্বর দেওয়া থাকবে।
ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রক্টর লিয়াকত আলী বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে লাইটিংয়ের ব্যবস্থা করা, যথেষ্ট পরিমাণ সিসি ক্যামেরা আছে; তবে তার সংখ্যার বাড়ানোর কাজ চলছে।