০৭ জানুয়ারি ২০২২, ১২:৩১

ঢাবিতে ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

রাহাত তাকী ও ভবতোষ চন্দ্র রায়  © ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন “টাঙ্গন” ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে সংগঠনটির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত তাকী এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভবতোষ চন্দ্র রায় মনোনিত হয়েছেন।

সহ-সভাপতি হিসেবে মুকুল মোর্শেদ ও তারেক রায়হানকে মনোনিত করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তালহা যুবায়ের, মোহাম্মদ সুমন, ফুয়াদুল ইসলাম। এছাড়াও সাংগাঠনিক সম্পাদক হিসেবে সাদমান রিসান, আব্দুল কাদের জিলানী, মির্জা নুর-উন-নবী, কাউসার আলীকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও প্রচার সম্পাদক ইমদাদুল আজাদ, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী, অর্থ সম্পাদক মো. সজীব হোসেন ও ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন সাদিয়া ইসলাম।

সংগঠনটির সভাপতি রাহাত তাকী বলেন, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ঠাকুরগাঁও জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিতে আমরা কাজ করে যাবো।

নব কমিটির সাধারণ সম্পাদক ভবতোষ চন্দ্র জানান, আগামী দিনগুলোতে এ সংগঠনকে গতিশীল করতে কাজ করবো। সমিতিকে আরও ছাত্রবান্ধব করার আশ্বাস ব্যক্ত করেন তিনি।