ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের নতুন পরিচালক গোলাম আজম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একই ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মো. গোলাম আজম। চলতি মাসের ৪ জানুয়ারি (মঙ্গলবার) তিনি পরিচালক হিসেবে নিয়োগ পান। আজ শুক্রবার (০৭ জানুয়ারি) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত হবেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে কম ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক গোলাম আজম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে ১৯৮৫ সালে সমাজকর্ম বিষয়ে স্নাতক, ১৯৮৬ সালে স্নাতকোত্তর এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অধ্যয়ন ইনস্টিটিউট থেকে সমাজকর্ম বিষয়ে এম ফিল ডিগ্রি অর্জন করেন।
এরপর ২০০১ সালে জাপানের ইনস্টিটিউট অব হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্স থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। এছাড়াও, তিনি ইভেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছিলেন।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন কমছে ১ হাজার
এর আগে, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. তাহমিনা আখতার।
নতুন পরিচালক হিসেবে ইনস্টিটিউটকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে যান এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো. গোলাম আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম-নীতি রয়েছে সেগুলো অনুসরণ করে আমার মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইনস্টিটিউটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এ ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।