চবিতে কটেজ মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসনের একটি বড় অংশ হলো কটেজ। এমনি এক কটেজের মালিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে চবির এক শিক্ষার্থী। মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৩-১৪ সেশনের ওই শিক্ষার্থী আবুল হাশেমকে মারধর ও অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে। 

আবুল হাশেম বলেন, করোনার সময়ে আমি এই কটেজে উঠেছি। করোনার শুরু থেকে এখন পর্যন্ত আমি সম্পূর্ণ ভাড়া পরিশোধ করে আসছি। ডিসেম্বরে এসে অন্য ভাড়াটিয়া নেওয়ার জন্য আমাকে রুম ছেড়ে দিতে চাপ দিচ্ছে কটেজ মালিক।

তিনি বলেন, আমি অন্য কোথাও রুমও খুঁজে পাচ্ছি না। সম্প্রতি তিনি আমাকে গালি-গালাজ করে একপর্যায়ে গায়ে হাত দেয়। আমাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে কটাক্ষ করে কথা বলেন। আমি এ নিয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

বিষয়টি নিয়ে কটেজ মালিক রুবেলের সাথে যোগাযোগ করা হয়। তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

রুবেল বলেন, সে অগোছালো থাকে এবং তার উপর কটেজের অন্যান্য সদস্য বিরক্ত। বিষয়টি তাকে বুঝাতে চেষ্টা করেছি এবং আমি তাকে রুম ছাড়তে বলেছি।


সর্বশেষ সংবাদ