১৩ ডিসেম্বর ২০২১, ২১:২১

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে নানা কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ  © সংগৃহীত

কাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বুদ্ধিজীবীদের উপর নৃশংস গণহত্যা চালিয়েছিল। তাদের স্মরণে দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবি দিবস আজ

এতে উল্লেখ করা হয়, আগামীকাল  সকাল ৬ টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ৭ টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ, বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এরপর তারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা দেবেন। 

আরও পড়ুন: বিজয় দিবসে নানা আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

এদিকে সকাল ১১টায় উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের এক ভার্চুয়াল ক্লাসরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও, যোহর নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।