প্রটোকল ছাড়াই জাবি ক্যাম্পাসে পরিকল্পনামন্ত্রী, আটকে দিলেন প্রহরীরা
প্রটোকল ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রবেশের সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ফটকে আটকে দেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তা প্রহরীরা। গতকাল রবিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে এলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জাবির প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরিকল্পনামন্ত্রী প্রটোকল নিয়ে আসেননি। এর ফলে ফটকে অবস্থানরত প্রহরীরা মন্ত্রীর গাড়ি চিনতে পারেনি। ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।
আরও পড়ুন: চবির শাটল ট্রেনে বসা নিয়ে মারামারি, মাথা ফাটলো শিক্ষার্থীর
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিতে গতকাল দুপুর ১২টায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটক দিয়ে প্রবেশকালে তাকে বাধা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকে গেলে পরিচয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি আছে কি-না জানতে চান দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা। পরে নিজের পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন মন্ত্রী।
আরও পড়ুন: ববি ভর্তিতে ফল পরিবর্তনের গুঞ্জন, প্রতারকচক্রের ধোকা বলছে কর্তৃপক্ষ
ওই সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তার কড়াকড়ি নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রবেশকালে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় তো ক্যান্টনমেন্ট না, এখানে প্রবেশ করতে এত কড়াকড়ি কেন?
আরও পড়ুন: ৩৩৪ আসনের বিপরীতে মেডিকেলের প্রথম মাইগ্রেশন
এ বিষয়ে জাবির নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, মন্ত্রীকে রিসিভ করার জন্য প্রধান ফটকে শিক্ষকরাসহ আমরা উপস্থিত ছিলাম। কিন্তু তিনি জয়বাংলা গেট দিয়ে প্রবেশ করায় এ সমস্যা হয়েছে।