চবির শাটলে বসা নিয়ে মারামারি, মাথা ফাটলো শিক্ষার্থীর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের বাহন শাটল ট্রেনে সিট ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে শাটলটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার ট্রেন ছাড়ার আগে চবির রেল স্টেশনে সিট ধরাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। পরে ট্রেন ছেড়ে দিলেও চলতে থাকে কথা কাটাকাটি। এক পর্যায়ে ট্রেন ফতেয়াবাদ এলাকায় পৌঁছালে প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে শাটল। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর হস্তক্ষেপে শাটল চলাচল শুরু হয়। পরে শাটল ট্রেন ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বিবাদে জড়িয়ে একজনের মাথা ফাটানোর ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিসিএসের প্রিলি দিয়েই চবি ভর্তি পরীক্ষায় বসলেন মাসুদ!
আরেক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিবাদে জড়ানো একজন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং অপরজন শাখা ছাত্রলীগের একটি পক্ষের কর্মী।
শাটলে অবস্থানরত শিক্ষার্থী কাউছার মাহমুদ আয়াছ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শাটলের পেছনের দিক থেকে তৃতীয় বগিতে ছিলাম। ফতেয়াবাদ ষ্টেশনে পৌঁছালে জানতে পারি সিট ধরা নিয়ে ঝামেলা হওয়ায় ট্রেন আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন: চবি ভর্তিতে অটো মাইগ্রেশন যেভাবে বন্ধ করবেন
এ বিষয়ে জানতে চাইলে চবির প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া বলেন, শাটলে মারামারির খবর পেয়েছি। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী জানান, চবি শাটলে একজনের মাথা ফাটানোর বিষয়ে শুনেছি। ঘটনার বিস্তারিত এখনো জানি না।