০৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৮

চবিতে বন্যহাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়াশ্রয়, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যহাতি হত্যার দায় কোনোভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। গত ৮ মাসে শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজারে নির্মমভাবে ১৬টি বন্যহাতি হত্যা করা হয়েছে। বন্যপ্রাণী সর্বদাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে হাতি হত্যায় মেতেছে। আবার তারা মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সিরাজ উদ দোলা, বন ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এইচ. এম রায়হান সরকার, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলম চৌধুরী, ড. মো. জহিরুল কাইয়ুম ও আককাছ আহমদ

এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নিশাত আনজুম স্বর্ণা, আলী তানভীর, কায়সার হামিদ, শহিদুল ইসলাম সাব্বির, শরিফুল ইসলাম মিনহাজ, মোজাম্মেল রাকিব, আশরাফ উদ্দিন, রিয়াদ, জনি রায়, মুহাইমিনুল, আবির হাসান ও একরামুল হক তুষার প্রমুখ