০৯ ডিসেম্বর ২০২১, ১১:১৮
জাবির শীতকালীন ছুটি বাতিল

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এক সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২-২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ছিল। করোনার ক্ষতি পুষিয়ে দিতে সিন্ডিকেটে এ ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর গত ২১ অক্টোবর থেকে জাবিতে সশরীরে ক্লাস -পরীক্ষা শুরু হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সব ক্যাম্পাসে কর্মসূচি, টিএসসিতে সমাবেশ আজ

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬ ছাড়াল
