ডা. মুরাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থীদের
ডা. মুরাদকে শুধু মন্ত্রীসভা থেকে বহিষ্কার করলে হবে না, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে জাতীয় সংসদ থেকেও তাকে বহিষ্কারের দাবি জানান তারা। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডা. মুরাদের পদত্যাগ পত্র জমা দেয়ার প্রতিক্রিয়ায় এসব তথ্য জানান শিক্ষার্থীরা।
বেশ কয়েকদিন ধরে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন ডা. মুরাদ। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল অডিও ক্লিপস ছড়িয়ে পড়ায় আরও বেকায়দায় পড়েন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, নারী নের্তৃত্ব, বিএনপি, তারেক রহমানের মেয়ে জাইমাকে নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। এ নিয়ে সারাদেশে নিন্দার ঝড় উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রীর জুতা মিছিল ও কুশপুতুল দাহ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেফতাহুল হোসেন আল মারুফ বলেন, ডা. মুরাদের মতো বদ্ধ উন্মাদ সংসদের মতো পবিত্র জায়গায় থাকতে পারে না। তার কথাবার্তা, আচরণ ভাব-ভঙ্গিতে খুব সহজেই বোঝা যায় জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা তার নেই। তাকে অচিরেই সংসদ থেকে বহিষ্কারের দাবি জানাই।
শিক্ষার্থী সারোয়ার সাইদ বলেন, বাংলাদেশ সৃষ্টিতে যেই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য কোন ভাবেই মেনে নেয়া যায় না। শুধু বহিষ্কার নয় আইনের আওতায় এনে ডা. মুরাদকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
শুধু পদত্যাগ নয়, গ্রেফতারও দেখতে চাই জানিয়ে শিক্ষার্থী সামিয়া সাইমিন রিমি বলেন, টাকলা মুরাদের বক্তব্যের জন্য মেয়েদের কাছে ক্ষমা চাইতে হবে। জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ এরকম ধৃষ্টতা প্রদর্শন করতে না পারে সে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।