০৬ ডিসেম্বর ২০২১, ১৮:১৪

ইউজিসির বার্ষিক মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে চবি

ইউজিসির বার্ষিক মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে চবি
  © ফাইল ছবি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চবি।

প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে ৯৮ দশমিক ৩৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ৯২ দশমিক ১৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, পাবনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তিনের নিচে নম্বর পেয়ে সবার শেষে অবস্থান করছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান পঞ্চম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে ২৯তম স্থানে।

জানা যায়, সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

এ ব্যাপারে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কর্ম প্রচেষ্টার ফল এটি।