০৫ ডিসেম্বর ২০২১, ১৫:১৩

ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের ল্যাব-ক্লিনিকে তালা, বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

নোটিশ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের ল্যাব ও ক্লিনিকে তালা দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। তালা খুলে দেয়ার দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করেন শিক্ষর্থীরা। এরপর তারা উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের নিকট একটি স্মারকলিপি দেন।

প্রতিষ্ঠার পর থেকে কলা ভবনের ২০৮৮, ২০৮৯ এবং ২০৯১ নং কক্ষগুলো  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ পায় বিভাগটি। কিন্তু বিভাগটি সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত হওয়ায় ২০২১ সালে ওই অনুষদের নিজস্ব ভবনে ৮ম তলায় স্থানান্তরিত হয়। বিশেষ শিক্ষার্থীদের (অটিজম ,ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী) কথা বিবেচনা করে কলা ভবনের তিনটি কক্ষে অডিও ল্যাব ও স্পিচ ল্যাব তৈরি করে। এক্ষেত্রে যোগাযোগ বৈকল্য বিভাগ প্রশাসনের মৌখিক সম্মতি নেয় বলে দাবি করে। সম্প্রতি কলা ভবন কর্তৃপক্ষ ওই তিনটি কক্ষে তালা মেরে সিলগালা করে দেয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিভাগটির শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, কলা অনুষদ কর্তৃপক্ষ পুরাই একটি অবিবেচকের কাজ করেছে। কোন প্রকার নোটিশ ছাড়াই তাদের এই কাজ কোনোভাবেই কাম্য নয়। কক্ষ তিনটি বন্ধ করে দেয়ার ফলে আমরা আমাদের একাডেমিক ব্যবহারিক ক্লাস সমূহ করতে পারছি না। দ্রুত ল্যাব খুলে দেয়ার দাবি করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাওহিদা জাহান বলেন, আমরা এই বিষয়ে ভিসি স্যারের সাথে আলোচনা করেছি। তিনি আজকে বিকালের মধ্যে ল্যাব ও ক্লিনিকের তালা খুলে দিতে নির্দেশ দিয়েছেন। বিকালের মধ্যে শিক্ষার্থীদের জন্য ল্যাব-ক্লিনিক খুলে দেয়া হবে।