কাল রাবিতে আসবেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ছবি

স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার (০৩ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

জনসংযোগ দপ্তরের তথ্য মতে, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সোয়া ১০টায় শহীদ শামসুজ্জোহা মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে সাবাস বাংলাদেশ মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠব্য সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

এসময় অতিথি হিসেবে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল ইসলামসহ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন, ফজলে হোসেন বাদশা (এমপি) আয়েন উদ্দিন (এমপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেন উপস্থিত থাকবেন।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থবিধির বিষয়ে বিশ্ববিদ্যালয়েল প্রক্টর লিয়াকত আলী জানান, আমরা ইতোমধ্যে গোয়েন্দা সদস্যদের সাথে বৈঠকের মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। ক্যাম্পাসে গোয়েন্দা পুলিশসহ বিএনসিসি, রোভার স্কাউট, আনসারসহ দুইশতাধিক নিরাপত্তাসদস্য নিয়োজিত থাকবে। এছাড়া উৎসবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি স্যানিটাইজার ও মাস্কের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রক্টর।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই ধাপে সাত দিনব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম ধাপের উৎসব চলবে ৩ থেকে ৫ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে বিভিন্ন কর্মসূচি।


সর্বশেষ সংবাদ