শতবর্ষের অনুষ্ঠান: নির্ধারিত সময়ের পরেও হলে ঢুকতে পারবে ছাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রীদের হলে প্রবেশের বিষয়ে শিথিলতা এনেছে কর্তৃপক্ষ। চলমান অনুষ্ঠানের কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীরা নির্ধারিত সময়ের পরেও হলে প্রবেশ করতে পারবেন।
বৃহস্পতিবার (০২ ডিডেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আবাসিক ছাত্রীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। শর্তবর্ষ উপলক্ষে এমনি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ছাত্রীদের বিষয়টি নিয়েও প্রক্টরিয়াল বডি প্রস্তুত রয়েছে।
এর আগে, গতকাল বুধবার (০১ ডিসেম্বর) থেকে শতবর্ষ পূর্তির অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এদিন দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস।
আগামী ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজি ও লেজার শোর মাধ্যমে ঢাবির শতবর্ষের কর্মসূচির সমাপ্ত হবে।