জাবিতে চলছে ‘রাজা-রানি’ নির্বাচন

নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নির্বাচনের ভোটগ্রহণ চলছে  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব র‌্যাগ-৪২ এর ‘রাজা-রানি’ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার  সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে ভোটগ্রহণ শুরু হয়। রাত ৯টায় এ ভোটগ্রহণ শেষ হবে। পরে জাকসু ভবনে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

নির্বাচনে ভোটার রয়েছে ২৪১৯ জন। তারা রাজা ও রানি পদে একটি করে ভোট দিতে পারবেন।

এবারের রাজা পদে নির্বাচনে দুইজন ও রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী কাওসার আহমেদ অভি ও প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি। অভি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল এবং সিফাত মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

অন্যদিকে রানি পদে নির্বাচন করছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির দেবযানী রায়। শোভা বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল ও দেবযানী শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।

প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের বলেন, ‘রাজা-রানি’ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হবে।

‘র‌্যাগ-৪২’-এর কনভেনর ইসমাইল হোসেন জানান, র‌্যাগের মূল অনুষ্ঠান হবে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর।

 


সর্বশেষ সংবাদ