ডুসাটের নতুন সভাপতি সানজিনা, সম্পাদক নোমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১০:৪০ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২১, ১০:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সানজিনা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের চদুর্থ বর্ষের শিক্ষার্থী আবু রাশেদ নোমান ।
শুক্রুবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ডুসাটের কমিটি গঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালেট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করেন।
কমিটির সহ সভাপতি পদে ইমরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম উল্লাহ, ১ নং সাংগঠনিক সম্পাদক পদে সোবাইতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রেহেনা আক্তার নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে- অর্থ সম্পাদক ওসমান সরওয়ার, উপ অর্থ সম্পাদক কামাল সরওয়ার মানিক, দপ্তর সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, উপ দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর, পাবলিক রিলেশন সম্পাদক রাফি আল ইমরান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার আরজু, ক্রীড়া সম্পাদক প্রবাল বড়ুয়া, সহ ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহেদ মিনহাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মূর্তজা শাফি, শিক্ষা ও আইসিটি সম্পাদক তাহিইয়াদ, ছাত্র কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং আপ্যায়ন সম্পাদক পদে সাওবান দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটিতে কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন - জয়নাল আবেদিন, তুহিন ও জাহেদ।
নবনির্বাচিত সভাপতি সানজিনা ইয়াসমিন জানান, ডুসাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন, ডুসাটের সদস্যরা সবসময় সবার পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও ডুসাটের সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু রাশেদ নোমান বলেন, আমরা সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে ডুসাট এর নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। ২০১০ সালের ১৩ই আগস্ট শিক্ষা, ভ্রাতৃত্ব ও অগ্রগতি এই তিন মূলনীতিতে উজ্জীবিত হয়ে সংগঠনটি প্রতিষ্ঠা হয়। ডুসাটের প্রতিষ্ঠাকালীন সদস্য মাত্র ১৭ জন, কিন্তু বর্তমানে এর সদস্য শতাধিক ছাড়িয়েছে।