ঢাবি অ্যালামনাইয়ের সদস্য হতে নিবন্ধন চলছে
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) শতবর্ষ মিলনমেলার নিবন্ধন শুরু হয়েছে। এ উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে মাসব্যাপী নিবন্ধন চলবে। তাছাড়া অনলাইনেও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যেসব প্রাক্তন শিক্ষার্থী এখনও সদস্য হননি তারাও ‘জীবন সদস্য’ হয়ে নিবন্ধন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ কিংবা কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
“সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে পাশকৃত প্রাক্তন ও হল সংযুক্ত শিক্ষার্থী এর জীবন সদস্য হতে পারবেন। তবে অধিভুক্ত কলেজ হতে পাশকৃত কোন শিক্ষার্থী সদস্য হতে পারবেন না।”
শতবর্ষ মিলনমেলায় অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে প্রত্যেক জীবন সদস্যকে ১ হাজার ৫০০ টাকা নিবন্ধন ফি প্রদান করতে হবে। জীবন সদস্যের সাথে স্পাউজ অংশগ্রহণ করতে চাইলে তাঁর নিবন্ধন ফি বাবদ অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা প্রদান করতে হবে।
নিবন্ধনের নিয়মাবলি
শতবর্ষের মিলনমেলায় কেবলমাত্র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য এবং তাঁদের স্পাউজ নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধন ব্যাতীত কেউ মিলনমেলায় অংশগ্রহণ করতে পারবে না।
কোভিড অতিমারির ঝুঁকি এড়াতে নিবন্ধনের সময় কোভিড ভ্যাকসিন সনদপত্রের নম্বর থাকা বাধ্যতামূলক। স্পাউজের ক্ষেত্রেও কোভিড ভ্যাকসিন সনদপত্রের নম্বর থাকা বাধ্যতামূলক।ভ্যাকসিন সনদপত্রের নম্বর ব্যতীত নিবন্ধন সম্পন্ন করা যাবে না। পরবর্তীতে ভ্যাকসিন সনদপত্রের কপি অনুষ্ঠানের দিন প্রবেশ পথে দেখাতে হবে।
অনলাইনে নিবন্ধনের জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গিয়ে জীবন সদস্য নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে যেকোন মোবাইল ব্যাংকিং অথবা ভিসা/ মাস্টার/ নেক্সাস কার্ড -এর মাধ্যমে নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে নিবন্ধন করা যাবে।
জীবন সদস্যবৃন্দ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসে (সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা) সরাসরি উপস্থিত হয়ে বিকাশ অথবা এস এস এল কমার্স (Payment Provider) এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য যে অ্যালামনাই অফিস থেকে নিবন্ধন করার জন্যে কোভিড ভ্যাকসিন সনদপত্রটি অবশ্যই সাথে আনতে হবে। নিবন্ধন এরপর প্রাপ্ত রশিদটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
এস এস এল কমার্স (Payment Provider) এর মাধ্যমে নিবন্ধন ফি পরিশোধ করার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক চার্জ প্রযোজ্য হবে কিন্তু বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি পরিশোধ করলে কোন ধরনের চার্জ প্রযোজ্য হবে না। প্রবাসে অবস্থানরত সম্মানিত অ্যালামনাইবৃন্দ আন্তর্জাতিক ভিসা অথবা মাস্টার কার্ডের (VISA/MASTER) মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে পারবেন। শতবর্ষের মিলনমেলার নিবন্ধন কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) জীবন সদস্য হতে যা যা প্রয়োজন-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (আবশ্যিক) ও মাস্টার্সের সনদপত্রের ফটোকপি।
২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. জীবন সদস্য ফি ৫ হাজার টাকা
শতবর্ষের মিলন মেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে চাইলে-
১) শতবর্ষের মিলন মেলায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য হতে হবে।
২) রেজিস্ট্রেশন এর সময় টিকা গ্রহণের সনদপত্রের নম্বর প্রদান করতে হবে। সদস্যদের স্পাউজ অংশগ্রহণ করতে চাইলে তাদেরও টিকা গ্রহণের সনদপত্রের নম্বর প্রয়োজন হবে।
৩) জীবন সদস্যের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৫০০ টাকা এবং স্পাউজের রেজিস্ট্রেশন ফি ও ১ হাজার ৫০০ টাকা।