১৬ নভেম্বর ২০২১, ২১:২১

৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ৫৬তম বছর উপলক্ষ  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ৫৬তম বছর উপলক্ষে নানান কর্মসূচীর ঘোষণা করা হয় ১৬ নভেম্বরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আনন্দ শােভাযাত্রা, প্রবন্ধ উপস্থাপন, আলােচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের গৌরবমণ্ডিত ইতিহাস তুলে ধরে চবি উপাচার্য অধ্যাপিকা ড. শিরীন আখতার বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। ৪টি বিভাগ, ৭ জন শিক্ষক ও ২'শ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আছে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় নয়শত শিক্ষক ও প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে।

দেশের বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিয়ে উপাচার্য বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ও গৌরবজ্জ্বল ভূমিকা রেখেছে চবির ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিবসটির গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ১২জন শিক্ষার্থীসহ ৩ জন কর্মকর্তা ও কর্মচারি শহিদ হন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারি মােহাম্মদ হােসেনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। এসমস্ত অবদানকে স্মরণ করতে এবং সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় আমরা দিবসটি পালন করব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান ও প্রক্টর রবিউল হাসান ভূঁইয়াসহ প্রমুখ।